News:

প্রধান শিক্ষকের কথা

দিলালপুর আব্দুল করিম উচ্চ বিদ‌্যালয় অত‌্যন্ত মনোরম ও নিরিবিলি গ্রামীণ পরিবেশে অবস্থিত বাজিতপুর উপজেলার অন‌্যতম সুপ্রতিষ্ঠিত মাধ‌্যমিক বিদ‌্যালয়। যুগের সাথে তাল মিলিয়ে পাঠদানসহ নানাবিধ সহশিক্ষা কার্যক্রম পরিচালিত হয় বিদ‌্যালয়টিতে। ১৯৬৬ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠার শুভলগ্ন থেকেই দিলালপুর আব্দুল করিম উচ্চ বিদ‌্যালয় বৃহত্তর দিলালপুর ইউনিয়নে জ্ঞানের আলো ছড়িয়ে আসছে। শুরু থেকেই প্রতিষ্ঠাতা, দাতা সদস‌্যবৃন্দ, পরিচালনা পরিষদের সভাপতি, সদস‌্যবৃন্দ, দক্ষ অভিজ্ঞ ও মহৎপ্রাণ শিক্ষকবৃন্দের ত‌্যাগ ও পরিশ্রমের ফলে অত্র বিদ‌্যালয় অদ‌্যাবধি তার সম্মান অক্ষুণ্ণ রেখেছে। মানোন্নয়নের ধারাবাহিকতায় আজ দিলালপুর আব্দুল করিম উচ্চ বিদ‌্যালয়ের অবস্থান স্থানীয় অন‌্যান‌্য প্রথম সারির প্রতিষ্ঠানের সাথে সমানভাবে অবস্থান করছে। সরকারের ভিশন ২০৪১ বাস্তবায়রের ক্ষেত্রে ও ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত‌্যয়েও বিদ‌্যালয়টি বদ্ধপরিকর। বিদ‌্যালয়টি ডিজিটাল ক্লাস কার্যক্রমের ক্ষেত্রেও জেলা পর্যায়ে শীর্ষে রয়েছে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, বিতর্ক, রচনা প্রতিযোগিতা, বিভিন্ন জাতীয় প্রতিযোগিতায় বিদ‌্যালয়ের শিক্ষার্থীদের সাফল‌্য সত‌্যিকার অর্থেই প্রশংসার দাবিদার। ইতোমধ‌্যে বিদ‌্যালয়ের বিতর্ক দল বাংলাদেশ টেলিভিশনের জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় টানা ৩ বার অংশগ্রহণ করেছে। বিএফএফ সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবেও জেলা পর্যায়ে চ‌্যাম্পিয়ন হয়ে আঞ্চলিক পর্যায়ের বিতর্ক করে এসেছে। দুর্নীতি দমন কমিশন আয়োজিত জাতীয় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগীতা ২০২০ এ টানা ৫টি মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে উপজেলা চ্যাম্পিয়ন হয়ে জেলা পর্যায়ে অংশগ্রহণের অপেক্ষায় আছে যা করোনার কারণে আপাতত স্থগিত করা হয়েছে। বি‌দ‌্যালয়ের এমন সহশিক্ষা কার্যক্রম প্রতিষ্ঠা লগ্ন থেকেই এমন প্রশংসনীয় পর্যায়ে রয়েছে।

 

অর্ধশত বছরেরও বেশি সময়ের পথচলায় দিলালপুর আব্দুল করিম উচ্চ বিদ‌্যালয় পেয়েছে তার দশ সহস্রাধিক সন্তান। যাঁরা নিজ নিজ ক্ষেত্রে স্বদেশে ও বিদেশে থেকেও বিদ‌্যালয়ের উন্নয়নের জন‌্য সুদৃষ্টি রেখে চলেছেন। বিদ‌্যালয়ের শিক্ষার্থী তালিকায় নজর করলে দষ্ট হয় এই বিদ‌্যালয়ের প্রাণস্পন্দন- হৃদয়ের ধন- প্রবীণ শিক্ষার্থীগণ কেউ কেউ সরকারের উচ্চ পর্যায়ে আসীন। স্ব-স্ব মহিমা ও কর্মদক্ষতায় বিশ্বব‌্যাপী ছড়িয়ে দিচ্ছেন অত্র বিদ‌্যালয়ের সুনাম।

 

পাঁচ দশকের গৌরবময় অধ‌্যায়সমূহ দিনে দিনে আরো গৌরবান্বিত হচ্ছে। তেমনি এই ডাইনামিক ওয়েবসাইটটি সেই গৌরবান্বিত অধ্যায়েরই একটি। আমি আশাকরি, সরকারের সিদ্ধান্ত মোতাবেক প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একটি করে ডাইনামিক ওয়েবসাইট থাকা বাধ্যতামূলক - সেই আদেশটি এই ওয়েবসাইট দ্বারা পূরণ হবে এবং এর মাধ্যমে শিক্ষার্থীদের তাদের নিজের প্রয়োজনীয় তথ্য সহজে লাভ করবে ও তাদের জ্ঞানভাণ্ডার এর মাধ্যমে আরো উন্নত হবে ও ডিজিটাল বাংলাদেশের সুনাগরিক হয়ে তারা গড়ে উঠবে। আমি কামনা করি এই বিদ‌্যালয়- আমার প্রাণপ্রিয় সকল শিক্ষার্থী ও বিদ‌্যালয়ে আমার সহকর্মী সকলের ভবিষ‌্যত আরো সাফল‌্যমণ্ডিত হোক এবং গৌরবান্বিত হোক।

 

ধন‌্যবাদান্তে-

মো. আব্দুল কাইয়ুম

প্রধান শিক্ষক

দিলালপুর আব্দুল করিম  ‍উচ্চ বিদ‌্যালয়